জীবননগরে ভেজাল ঘি বিক্রেতার২০ দিনের কারাদণ্ড

 

জীবননগর ব্যুরো: জীবননগরে কামাল হোসেন (৫৫) নামে এক ঘি বিক্রেতাকে ভেজাল ঘি বিক্রির দায়ে ২০ দিনের কারাদণ্ড ও একই সাথে ২৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মো. নুরুল হাফিজ এ রায় দেন।

পাবনা জেলার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের ছেলে কামাল হোসেন গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার উথলী গ্রামে ভেজাল ঘি বিক্রি করছিলো। এ সময় জনতা ৬ কেজি ভেজাল ঘিসহ তাকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ ঘি বিক্রেতা কামাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক ভেজাল ঘির প্রমাণ পান এবং বিক্রেতার স্বীকারোক্তি মোতাবেক এ রায় প্রদান করেন। দণ্ডাদেশপ্রাপ্ত কামাল হোসেন জরিমানার অর্থ প্রদান করতে না পারায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।