স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ারভেড়ামারায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে কারের গ্যাস সিলেন্ডারবিস্ফোরিত হয়ে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আমিরুল ইসলাম (৪৮)নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা অন্তত ৭জন যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবারসকাল সাড়ে ১০টায় উপজেলার বারোমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতআমিরুল ইসলাম ভেড়ামারা উপজেলার কাস্টম মোড় এলাকার ডা. আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাতেমা পরিবহনেরএকটি বাস কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারোমাইল নামক স্থানে পৌঁছুলে বিপরীতদিক থেকে আসা ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ও প্রতীক্ষানাসিং হোমের পরিচালক ডা. আমিরুল ইসলামের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ সময়প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে কারের ভেতরে থাকা চিকিৎসকআমিরুল ইসলাম অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
এদিকে গ্যাস সিলিন্ডারবিস্ফোরণে ঢাকাগামী ফাতেমা পরিবহনের বাসটিও সম্পূর্ণরূপে পুড়ে ভস্মীভুত হয়েগেছে। এ ঘটনায় বাসের ভেতরে থাকা জাহিদ নামে এক যাত্রীকে গুরুত্বর আহতঅবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।