সম্প্রচার নীতিমালা পর্যবেক্ষণ করছে কানাডা : হিদার ক্রুডেন

 

স্টাফ রিপোর্টার:সরকারঘোষিত সম্প্রচার নীতিমালা গভীরভাবে পর্যবেক্ষণ করছে কানাডা। এমন মন্তব্যকরে দেশটির হাইকমিশনার হিদার ক্রুডেন বলেছেন, কানাডা মুক্ত গণমাধ্যমেবিশ্বাস করে। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখাসম্ভব নয়।
গতকাল সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেটস অ্যাসোসিয়েশনের (ডিসিএবি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।বাংলাদেশেরসম্প্রচার নীতিমালা বাংলায় হওয়ায় তা ভালো করে বোঝার সুযোগ হয়নি উল্লেখ করেকানাডার হাইকমিশনার বলেন, গণমাধ্যমে যা এসেছে তা দেখে মনে হয়েছে এটিগুরুত্বপূর্ণ বিষয়। কোনোভাবেই যাতে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় সেদিকেসবার দৃষ্টি রাখতে হবে।