মেইল খুলতে মোবাইল নম্বর বাধ্যতামূলক

 

মাথাভাঙ্গা মনিটর: এখনথেকে ‘জি মেল’ অথবা ‘ইয়াহু’তে নতুন ইমেল আইডি খুলতে হলে মোবাইল নম্বরলাগবে। স্পাম বা অবাঞ্ছিত মেল রুখতে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে এ দুইইমেল প্রোভাইডার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।এতোদিন‘জি মেল’ , ‘ইয়াহু’তে ‘’সাইন আপ’ বা নতুন অ্যাকাউন্ট খুলতে ফোন বা মোবাইলনম্বর দেয়া বাধ্যতামূলক ছিলো না। কিন্তু এবার থেকে ফোন বা মোবাইল নম্বরবাধ্যতামূলক করা হলো। ‘গুগল ইন্ডিয়ার’ মুখপাত্র জানিয়েছেন,এতোদিন জি মেলে ফোন নম্বর দেয়া বাধ্যতামূলক ছিলো না,কিন্তু এবার সেটা বাধ্যতামূলক করা হচ্ছে। হা না হলে স্পাম মেল প্রেরকদেরআলাদা করে চিহ্নিত করা যাবে না।যদিও এতে ইউজারদের ব্যক্তিগত তথ্য কোনোভাবেই ফাঁস হবে না বলে জানিয়েছে ‘গুগল’ ও ‘ইয়াহু’।