দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার পোড়াপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মামুনের স্ত্রী সাবিনা খাতুনের (২২) সাথে প্রতিবেশী মৃত হানেফ মণ্ডলের ছেলে আসলামের স্ত্রী আবেদা খাতুনের (৩৬) ঝগড়া হয়। এরই জের ধরে সাবিনা খাতুন দোকানে তেল আনতে গেলে রাস্তা থেকে জোরপূর্বক বাড়ির ভেতরে নিয়ে যায় এবং লাঠিসোঁটা দিয়ে বেপরোয়া মারপিট করে রক্তাক্ত জখম করে। তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে মামুন বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।