দামুড়হুদার পীরপুরকুল্লায় বেড়া ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ :৩ জন আহত

 

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি:দামুড়হুদার পরীপুরকুল্লা গ্রামে নেপিয়ার ঘাসের বেড়া ভাঙাকে কেন্দ্রে করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহিলাসহ ৩ জন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদের মধ্যে রবিউল ও শহিদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে।

জানাগেছে, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পরীপুরকুল্লা গ্রামের মাঝেরপাড়ার মৃত. নাসির উদ্দিনের ছেলে রবিউল ইসলামের বাড়ির পাশেদীর্ঘদিন ধরে নেপিয়ার জাতের ঘাসচাষ করে আসছে। ওই জমির বেড়া জোরপূর্বক ভেঙে রাস্তা তৈরি করার পাঁয়তারা চালায়একই পাড়ার আবু বক্কর ওরফে বাক্কা বনোর ছেলে শামীম হোসেনসহ (২৫) ৪/৫ জন। বেড়া ভাঙা দেখে প্রতিবাদ করতে গেলে শামীমের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রবিউলের (২৫) মাথায় আঘাত করে। প্রতিবাদে তার ছোট ভাই শহিদ (২২) ও মা সালেহা বেগম (৪৫) ছুটে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করে ঘটনাস্থলে ফেলে চলে যায়। তাদেরকে উদ্ধার করে প্রতিবেশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, রবিউল ও শহিদের মাথায় প্রচণ্ড আঘাত হওয়ায় তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবিষয়ে দামুড়হুদা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।