আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা চাতাল মোড়স্থ এরশাদপুর গ্রামে নানাবাড়ি বেড়াতে এসে বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা এরশাদপুর গ্রামের হাবিবুরের মেয়ের শৈলকুপা উপজেলার বোয়ালমারী গ্রামের আলমগীরের সাথে বিয়ে হয়। তার বড় ছেলে বাধন(৫)। গত এক মাস আগে বাধন মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে আসে। গতকাল বৃহস্পতিবার বিকেলে খেলারছলে ঘরের টেবিলের ওপর থাকা মাল্টিপ্লাগের ভেতরে হাত দিলে এ বিপত্তি ঘটে। এ ঘটনার পরপর এলাকায় শোকের ছায়া নেমে আসে।গতকালই বাধনের লাশ তার নিজ গ্রামে নিয়ে গিয়ে দাফন করা হয়।
হাটবোয়ালিয়া প্রতিনিধি জানিয়েছেন, পল্লি বিদ্যুতের নির্মাণাধীন আলমডাঙ্গা গাংনীগ্রিড লাইনে কাজ করার সময় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যুতেরতারে পেচিয়ে এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত শ্রমিকেরনাম ইমদাদুল হক (৩৬)কোটচাদপুর কাগমারীগ্রামের নুরুল হকের ছেলে। চার মাস আগে ইমদাদুল পল্লি বিদ্যুতের নতুনলাইনের হেলপার হিসেবে কাজে যোগ দেন। গতকাল সকাল১০টার দিকে গাংনীর বাথানপাড়ার মাঠের মধ্যে গ্রিড লাইনে বিদ্যুতসংযোগ বন্ধ করার আগেই হেলপারইমদাদুল বিদ্যুতের পোলে উঠে লাইনে স্পর্শ করার সাথে সাথে তার মৃত্যু হয়।নিহতের লাশ গতকাল বিকেলে গ্রামের বাড়ি কোটচাদপুরের কাগমারী গ্রামে নেয়াহয়।