দেশে গণতন্ত্র নেই চলছে একনায়কতন্ত্র : ফখরুল

 

স্টাফ রিপোর্টার: বিএনপিভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র নেই, চলছে একনায়কতন্ত্র। দেশে এখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। এ থেকেমুক্তি পেতে হলে বর্তমান অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরানোর বিকল্প নেই। গতকালবৃহস্পতিবারবিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত একআলোচনা সভায় এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, ইতিহাস জিয়াউররহমানকে ধারণ করেছে। কোনো অপশক্তির জোরে কখনোই তাকে মুছে ফেলা যাবেনা। যারাজিয়াউর রহমানকে হত্যা করেছিলো তারা ভেবেছিলো জিয়াকে হত্যার মাধ্যমেজাতীয়তাবাদের আদর্শকে ধ্বংস করে দেয়া যাবে। কিন্তু ৩৩ বছর পরেও এখনো কোটিমানুষের হৃদয়ে জিয়াউর রহমান স্থান করে আছেন।