কালীগঞ্জে বিএনপি নেতা সাবেক প্যানেল মেয়র হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শোকসভা অনুষ্ঠিত

 

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক প্যানেল মেয়র ইসমাইল হোসেন হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় মেন বাসস্ট্যান্ডে এ শোকসভা অনুষ্ঠিত হয়।সভায় পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনাল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল ইসলামসহ প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে ইসমাইল হোসেন হত্যাকারীদের গ্রেফতার না করা হলে বিএনপি নেতা-কর্মীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে। এমনকি থানা ঘেরাও করা হবে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

উল্লেখ্য, গত ১৩ মে মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ইসমাইল হোসেনকে কুপিয়ে খুন করে সন্ত্রাসীরা।