আলমডাঙ্গায় গার্মেন্টস মালিককে মারধর করার ঘটনায় গার্মেন্টস সমিতিরদু ঘণ্টা কর্মবিরতি পালন

 

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গার গার্মেন্টস দোকানিকে মারধর করার ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে গার্মেন্টস সমিতির সকল সদস্যরা দু ঘণ্টা বন্ধ রেখে বেচা-কেনা বন্ধ রাখেন।

জানাগেছে, আলমডাঙ্গার কাপড়পট্টির গার্মেন্টস দোকান ‘আশা কালেকশনে’ গত বুধবার দুপুরে আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের আজিতের ছেলে সুমনসহ কয়েকজন মিলে শার্ট কিনতে যায়। সুমন ও তার সাথে থাকা কয়েকজন একটি শার্ট পছন্দ করে। শার্ট পছন্দ করার পর তারা বাকিতে কিনে নিয়ে চলে যেতে চায়। এ সময় আশা কালেকশনের মালিক এরসাদপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আশরাফুল আলম আশা তাদের কাছে টাকা চান। এ সময় সুমন ও তার সঙ্গীরা আশাকে মারধর করে দোকান ভাঙচুর ও লুটপাট করে নগদ ৫১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আশাকে উদ্ধার করে স্থানীয় দোকানিরা হারদী হাসপাতালে ভর্তি করায়। আশা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। গতকাল গার্মেন্টস সমিতি দু ঘণ্টা দোকান বন্ধ রেখে অবিলম্বে ওই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন গার্মেন্টস সমিতির সভাপতি হাজি সিনজুল মিয়া, সাধারণসম্পাদক আব্দুল্লাহ, সহসভাপতি সাজেদুল ইসলাম, কোষাধ্যক্ষ সেলিম হোসেন, সদস্য সিরাজুল ইসলাম বাবলু, রাশিদুল ইসলাম, ওহাব, কাজল, আব্দুর রহমান প্রমুখ। বক্তারা দোষী ব্যক্তিদের দৃর্ষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।