দৌলতপুরে প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের মহম্মদপুর সীমান্ত থেকে সুমন (১০) নামে এক বাংলাদেশি শিশুকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সে দৌলতপুর উপজেলার চিলমারী ইউপির ভবনন্দিয়াড় এলাকার জফুর আলীর ছেলে। শিশু সুমনকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পত্র দেয়া হয়েছে।
বিজিবি ও এলাকাবাসী জানায়,গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সুমন রামকৃঞ্চপুর ইউনিয়নের মহম্মদপুর সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে খেলা করছিলো। এ সময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার বাইশমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যান। এ ব্যাপারে চিলমারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফজলুল হক জানান,অপহৃত সুমনকেকে ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে।