মিথ্যা মামলার প্রতিবাদে কোটচাঁদপুর উপজেলা যুবলীগ সভাপতির সংবাদ সম্মেলন

 

কোটচাঁদপুর প্রতিনিধি:মিথ্যা মামলা ও পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে গত সোমবার কোটচাঁদপুর উপজেলা যুবলীগ সভাপতি মীর কাশেম আলী নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মীর কাশেম আলী। উপস্থিত ছিলেনউপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুর রশিদ,হামিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম,পৌর যুবলীগের যুগ্মআহ্বায়ক আজম বিশ্বাস,বলুহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান খোকন,সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ মিন্টু,বলুহর ইউনিয়ন আ. লীগ নেতা শাহাজান আলী,আমির হোসেন। এছাড়া দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মীর কাশেম আলী বলেন, গত ৫ মে সোহেল নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে অঙ্গহানি করে। সেই সূত্র ধরে স্বার্থান্বেষী মহল ঘটনার সাথে প্রকৃত জড়িত আসামিদের আড়াল করতে এবং আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ ঘটনায় আমাকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেছে। যা আমি কোনোভাবেই এ ঘটনার সাথে সম্পৃক্ত নই। এ ঘটনার কিছুদিন আগেও এ সোহেলকে একই এলাকায় রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে সোহেল নিজে বাদী হয়ে থানায় কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। আসামিও গ্রেফতার হই। পরে তারা জামিনে বেরিয়ে আসে। ওই মামলায় আমাকে আসামি করা হয়নি। কিন্তু পরের ঘটনায় সোহেলের ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে স্বার্থান্বেষী মহলের প্ররোচণায় আমাকে হুকুমের আসামি করা হয়েছে। সেইসাথে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে কয়েকটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, তার বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ও কাশেম বাহিনীর তাণ্ডবে পঙ্গুত্ব বরণ করেছে এক যুবক। এ সংবাদ সম্মেলন থেকে আমি ওই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন,সোহেলের ওপর যে ঘটনা ঘটেছে তা কারোরই কাম্য নয়। আর সে কারণে আমি ওই ঘটনা নিন্দা ও প্রকৃত জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। সেইসাথে তিনি বলেন,এ ঘটনার তদন্তে যদি আমার সম্পৃক্ততা থাকে তাহলে আমি তার দায়ভার মাথা পেতে নেব। দীঘদিন ধরে একটি মহল আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারে ব্যস্ত রয়েছে। ওই মহলের প্ররোচণায় আমোকে হয়রানি করা হচ্ছে। যাতে করে আমি রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিকভাবে দুর্বল হয়ে পড়ি। তাহলে তাদের ঘোলা পানিতে মাছ শিকার করতে সুবিধা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,আমার কোনো বাহিনী নেই। যাদেরকে আমার সাথে দেখা যায় তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তারা দল ও আমাকে ভালোবাসে এ জন্য তারা আমার কাছে আসে। সর্বশেষ তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন,আপনারা সমাজের ন্যায়-অন্যায় কলমের খুরধার লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন করে থাকেন। আর আপনারাই পারেন এ ঘটনার অনুসন্ধ্যানীমূলক রিপোর্ট করে প্রকৃত ঘটনার মূল উৎপাটন করতে। তাই আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে প্রকৃত দোষীদের মুখোশ উন্মোচিত হয়। এবং নির্দোষীরা সম্মানের সাথে বসবাস করতে পারে তার জন্য আপনাদের সাহায্য কামনা করছি।