চুয়াডাঙ্গা দামুড়হুদার লোকনাথপুরে পুকুরে মাটি কাটার কাজ করার সময় বিপত্তি
দর্শনা অফিস/কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার লোকনাথপুরে মাটিচাপা পড়ে লুৎফর রহমান (৩৮) নামের এক মাটি কাটা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ওয়াজ করিম ওরফে তেতুলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের লুৎফর রহমানসহ ১০-১২ জন মাটিকাটা শ্রমিক লোকনাথপুর লিয়াকত শাহর পুকুরে মাটি কাটার কাজ করছিলেন। এসময় মাটি ধসে লুৎফর রহমানের শরীরে পড়লে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মার যান। লাশ বাড়িতে আনা হলে পরিবারের মাঝে চলতে থাকে শোকের মাতম। জানা যায়, লুৎফর রহমান একজন প্রতিদিনের হাজিরা শ্রমিক। গতকাল বাদ জোহর নিজ গ্রাম প্রতাপপুরে কবরস্থানে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।তার পরিবারের হাতে কোনো প্রকারের ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে তেমন তথ্য পাওয়া যায়নি।