মেহেরপুর আমঝুপিতে রবির সৌজন্য ফুটবলে এফসিপি একাদশের জয়লাভ

 

আমঝুপি প্রতিনিধি: আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রবি মোবাইলফোন কোম্পানির সৌজন্যে ফুটবল অনুষ্ঠিত হয়। আমঝুপি কিশোর একাদশকে ১-০ গোলে পরাজিত করেমেহেরপুর এফসিপি একাদশ বিজয়ী হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে আয়োজিত এ খেলায় দলের পক্ষে রাজা ১টি গোল করে। খেলা পরিচালনা করেন আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়াশিক্ষক ফারাহ হোসেন লিটন।