আলমডাঙ্গা জামজামির পাঁচলিয়া স্কুলমাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণঅনুষ্ঠিত

 

কে.এ.মান্নান:আলমডাঙ্গা জামজামির পাঁচলিয়া স্কুলমাঠে দিনব্যাপি ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণগতকাল আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবারসকাল ৮টায় প্রতিযোগীও শ’শ ক্রীড়ামোদির স্বতঃস্ফূত উপস্থিতির মধ্যদিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জামজামি ইউপি চেয়ারম্যান মো.নজরুল ইসলাম । হা-ডু-ডু, দাড়িয়াবাঁধা, বৌছি, মোরগলড়াই, কানামাছি ভৌ-ভৌ এ ৫টি ইভেন্টের প্রতিযোগিতায় খেলোয়াড়রা অংশগ্রহণকরে। বৌছি প্রতিযোগিতায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোছা.শারমিন আক্তার ও কানামাছি ভৌ-ভৌ খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৭নং ওয়ার্ডের মোছা.রীমা খাতুন । খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন পাঁচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তৈয়ব আলি । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামজামি ইউপি চেয়ারম্যান মো.নজরুল ইসলাম । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন,ইউপি সচিব আলমগীর হোসেন, ইউপি সদস্য নাসির উদ্দিন, যুবলীগ নেতা মো.রেজাউল করিম, শিক্ষক ইসলাম উদ্দিন, শিক্ষক ওবাইদুর রহমান, ডা.আসাদুজ্জামান ডেভিড, জাফিরুল ইসলাম প্রমুখ ।ক্রীড়া পরিচালনার দায়িত্বে ছিলেন ক্রীড়াশিক্ষক মো.ছমির উদ্দিন । অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন মো.সেলিম রেজা ।