জীবননগর ব্যুরো: বিয়ে বাড়ির দাওয়াত খেয়ে অন্ততপক্ষে ২০ জন অসুস্থ হয়ে জীবননগরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১২ জনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষের সাথে কনেপক্ষের লোকজনের ঝগড়া বিবাদের পর আক্রোশমূলকভাবে কনেপক্ষের লোকজন খাবারে বিষক্রিয়াওষুধ মিশিয়ে দিলে এমন ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ঘঘরি পান্তাপাড়া গ্রামে।
হাসপাতালসূত্রে জানা যায়,জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের রাজ্জাক প্রধানের ছেলের সাথে পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের ফজলুর রহমান ব্যাপারির মেয়ের সাথে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। গতকাল শুক্রবার বরপক্ষের লোকজন যথাসময়ে বিয়ের উদ্দেশে কনের বাড়িতে পৌঁছায়। বিয়ে সম্পন্ন হওয়ার পর কনেপক্ষের লোকজন তাদের খাওয়ার ব্যবস্থা করে। প্রথম পর্বের খাওয়া-দাওয়ার এক পর্যায়ে উভয় পরিবারের লোকজনের মধ্যে ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়। পরবর্তীতে বরপক্ষের লোকজন খাওয়া-দাওয়া করলে অল্প সময়ের মধ্যে এরা অসুস্থ হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে তাদেরকে জীবননগর ও মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তরা হলো- মিনাজপুর গ্রামের সাইফুদ্দনের ছেলে কনক (২০),আসাদ আলীর ছেলে সুমন (১৮),আশরাফ অলীর স্ত্রী রুবিনা খাতুন (৩০),জীবননগরের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির (১২),বাবুলের ছেলে সাইফুল (২৩),বষারের স্ত্রী রেহেনা (২৮),ফারুক হোসেনের মেয়ে তালহা (২),মনজের আহাম্মেদের মেয়ে নাবিয়া (৭),আশরাফ আলীর স্ত্রী মবিনা (৩৬),আবুল বাশারের ছেলে ইমন (১৩),বাবুল সরকারের স্ত্রী সাইফুন্নেছা (২৭) ও যদবপর গ্রামের মনজুর রহমানের মেয়ে তমা (৭)।
এদিকে বরপক্ষের লোকজনের দাবি, খাবার নিয়ে উভয় পক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে আক্রশমূলকভাবে খাবারে বিষক্রিয়া সৃষ্টিকারী পদার্থ মিশিয়ে থাকতে পারে।