দামুড়হুদার মুন্সিপুরে মদ উদ্ধার

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর বিজিবি সদস্যরা কুতুবপুর ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে ১৪৪ বোতল বিভিন্ন প্রকার মদ উদ্ধার করেছেন। এ ঘটনায় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।মুন্সিপুর বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত পরশু রাত সাড়ে ১১টার দিকে হাবিলদার ফয়জুল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান কুতুবপুর ঈদগাহ মাঠে। এ সময় মাদকব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ১১৪ বোতল ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা এ মদ উদ্ধার করেন।