মেহেরপুর জেলায় শুরু হচ্ছে অনিবন্ধিত মোটরসাইকেল আটক অভিযান

 

মেহেরপুর অফিস: আগামী ২৬ মে থেকে মেহেরপুর জেলায় অনিবন্ধিত (রেজিস্ট্রেশনবিহীন) মোটরসাইকেল আটকের জন্য বিশেষ অভিযান শুরু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিকসভায় এ বিষয়টি অবহিত করেন পুলিশ সুপার।

মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা শুরু হয়। জেলায় অনিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। অবৈধ কিংবা অনিবন্ধিত মোটরসাইকেলযোগে অনেক সময় অপরাধ করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম। তিনি আরো বলেন, ২৫মে পর্যন্ত মোটরসাইকেলের নিবন্ধন করার সময় দেয়া হলো। ২৬মে জেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল চেকিং অভিযান শুরু হবে। অনিবন্ধিত মোটরসাইকেল আটকের পাশাপাশি চালকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ সুপার। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সাংবাদিক রফিকুল আলমসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।