স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ২য় পর্যায়ের ওয়েস্ট কস্ট, নন-ওয়েজ কস্ট ও সরদার মজুরি বাবদ ৩ কোটি ৮ লাখ ৫৯ হাজার ২৩৭ টাকার বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ রয়েছে দামুড়হুদা উপজেলায়। বরাদ্দের পরিমাণ ১ কোটি ৪১ লাখ টাকা। চার উপজেলায় প্রকল্পের কাজগুলো ৮ সপ্তার মধ্যে শেষ করতে হবে।
জানা গেছে, চুয়াডাঙ্গার চার উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ২য় পর্যায়ের বরাদ্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে দামুড়হুদা উপজেলায় ১ হাজার ৫৮১ জন উপকারভোগীর জন্য ১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার টাকা শ্রমিকদের জন্য, নন-ওয়েস্ট কস্ট ১৪ লাখ ১৯ হাজার ৪৭৬ টাকা, সরদার মজুরি ১ লাখ ২৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
সদর উপজেলায় ৮৩১ জন উপকারভোগীর জন্য ৬৬ লাখ ৪৮ হাজার টাকা শ্রমিকদের জন্য, নন-ওয়েস্ট কস্ট ৭ লাখ ৪৬ হাজার ৫৬ টাকা, সরদার মজুরি ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
জীবননগর উপজেলায় ৩৯৫ জন উপকারভোগীর জন্য ৩১ লাখ ৬০ হাজার টাকা শ্রমিকদের জন্য, নন-ওয়েস্ট কস্ট ৩ লাখ ৫৪ হাজার ৯২৪ টাকা, সরদার মজুরি ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
আলমডাঙ্গা উপজেলায় ৬২০ জন উপকারভোগীর জন্য ৪৯ লাখ ৬০ হাজার টাকা শ্রমিকদের জন্য, নন-ওয়েস্ট কস্ট ৫ লাখ ৫৬ হাজার ৭৮১ টাকা, সরদার মজুরি ১ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
জেলার চার উপজেলায় প্রকল্পের কাজ গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১৮ জুনের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে। এ কাজ করতে প্রকল্প বাস্তবায়ন কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি ও জেলা কমিটিতে প্রকল্পগুলো অনুমোদনের পর তা বাস্তবায়ন কমিটি কাজ করবে। উপকারভোগীর বয়স ১৮ থেকে ৬০ বছর হতে হবে এবং যার মাসিক গড় আয় ৪ হাজার টাকার নিচে। তালিকাভুক্ত মোট উকারভোগীর মধ্যে শতকরা ৩৩ ভাগ নারী সদস্য হতে হবে। প্রকল্পের সাইনবোর্ড এবং উপকারভোগীদের জব কার্ড থাকতে হবে। বৃহস্পতিবার ও শুক্রবার বাদে সপ্তায় ৫ দিন কাজ চলবে।