আমিও বাংলাদেশি :বাপের ক্ষমতা থাকলে তাড়ান

 

মাথাভাঙ্গা মনিটর:বাংলাদেশিদের বিতাড়ন করার হুঙ্কার দিয়ে বারবারবিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী যেভাবে বক্তব্য দিচ্ছেনতার পাল্টা জবাব দিতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়মোদীকে গ্র্রেফতার করে জেলে পুরার দাবি জানিয়েছেন। তবে এবার মমতার পরভারতের রেলপ্রতিমন্ত্রী ও কংগ্রেসের পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি অধীর চৌধুরীওমোদীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, আমি নিজেও তো বাংলাদেশি। আপনার বাপেরক্ষমতা থাকলে আমাকে তাড়ান দেখি। মেদিনীপুরের খড়গপুরে কংগ্রেস প্রার্থীরসমর্থনে আয়োজিত এক জনসভায় অধীর চৌধুরী বলেন, আওয়াজ তোলা হচ্ছে বাংলাদেশিদেরতাড়াতে। আমিও তো বাংলাদেশি, আমাকেও তাড়িয়ে দেখুন। আমি আপনাকে ইনভাইট করছি, আপনার বাবার যদি ক্ষমতা থাকে আমাকে বাংলাদেশে তাড়িয়ে দেখুন। পশ্চিমবঙ্গেরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই রেলপ্রতিমন্ত্রী  অধীর চৌধুরীআরও বলেছেন, বাংলাদেশে তাড়াবেন। এসব বাহাদুরি এখানে (রাজ্যে) দেখাবেন না।তিনি বলেনে, আওয়াজ তোলা হচ্ছে, ১৯৪৭ সালের পর যারা এসেছেন তাদেরবাক্স-প্যাটরা নিয়ে খেদিয়ে দেয়া হবে। তাহলে তো প্রথমেই বিজেপির প্রবীণ নেতালালকৃষ্ণ আদভানিকে খেদাতে হয়। তিনি তো ভারতের স্বাধীনতার পর এদেশে এসেছেনপাকিস্তান থেকে। আদভানিকে খেদানোর ক্ষমতা আপনার কী আছে ?মোদীকে উদ্দেশ্যকরে তিনি আরও বলেন, আপনার কথায় যদি বাংলাদেশি তাড়াতে হয়, তাহলে আগামী দিনেবিদেশে বসবাসকারী ভারতীয়দের খেদানোর কথা বলতে পারে সংশ্লিষ্ট দেশ।