কুষ্টিয়া ভেড়ামারায় বৌভাতের দই খেয়ে ৩০ জন অসুস্থ

 

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ভেড়ামারায় বিয়ে বাড়ির দই খেয়ে ১০ শিশুসহ ৩০জন অসুস্থ হয়ে পড়েছেন।গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুরুতর অসুস্থ ২৫ জনকে ভেড়ামারা উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।জানা যায়, শনিবার ভেড়ামারারফারাকপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে আরিফের বিবাহ অনুষ্ঠানে দুপুরেরপ্রীতিভোজের খাবার শেষে দই পরিবেশন করা হয়। এতে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থহয়ে পড়েন নিমন্ত্রিত অতিথিরা। রাত সাড়ে ৮টা থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়লেতাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মশিউল ইসলাম জানান, প্রত্যেকেই বমি এবং পাতলা পায়খানায় আক্রান্ত হয়েছে।