রফিকুল ইসলাম লাড্ডুর বিরুদ্ধে চাকরি দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি রফিকুল ইসলাম লাড্ডুর বিরুদ্ধে চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। তিনি চাকরি দিতে না পারলেও টাকা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন আলমডাঙ্গার ভেদামারী গ্রামের হাজি বজলুর রহমান। তিনি ইতোমধ্যে লিগ্যাল নোটিশও দিয়েছেন অভিযুক্ত লাড্ডুকে।

অভিযোগপত্রে হাজি বজলুর রহমান বলেছেন, রাজনৈতিকসূত্রে চুয়াডাঙ্গা হকপাড়ার মৃত রফাতুল্লাহ পণ্ডিত সাহেবের ছেলে রফিকুল ইসলামের সাথে আমি পূর্ব পরিচিত। ২০১৩ সালে তিনি আমার ভাতিজাকে সমাজ সেবায় চাকরি দেয়ার কথা বলে ৩ লাখ টাকা গ্রহণ করেন। দীর্ঘদিন পার হলেও চাকরি দিতে পারেননি তিনি। এ অবস্থায় তার কাছে টাকা ফেরত চাওয়া হয়। নানা অজুহাতে ঘোরাতে থাকেন। এক পার্যায়ে তিনি ৩ লাখ টাকার একটি চেক দেন। চেকের বিপরীতে টাকা না থাকায় ব্যাংক থেকে চেক ডিজঅনার করা হয়। এরই প্রেক্ষিতে আইনজীবীর পরামর্শে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে তাকে। তবে আগের ঠিকানায় তিনি না থাকায় নোটিশটি প্রদান করতে গিয়ে বহনকারী ফিরে এসেছে।