চুয়াডাঙ্গা কেদারগঞ্জপাড়ায় বিমলের বাড়ি বোমা নিক্ষেপ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কেদারগঞ্জপাড়ার বিমলের বাড়িতে আবারও বোমা হামলা হয়েছে। গতরাত সাড়ে ৯টার দিকে কে বা কারা একটি বোমা বাড়ির মধ্যে নিক্ষেপ করে। লেবুগাছের ডালে লেগে তা বিস্ফোরিত হয়। তবে তাতে হতাহতের ঘটনা ঘটেনি।

চুয়াডাঙ্গা কেদারগঞ্জস্থ ইম্প্যাক্ট হাসপাতালের অদূরবর্তী রাস্তার পাশেই স্বার্গীয় এমসি বিশ্বাসের বাড়ি। তারই ছেলে বিমল, টুটুল। সর্বশেষ উপজেলা নির্বাচনের একদিন আগে ২৯ মার্চ রাত সাড়ে ৯টার দিকে বিমলের বাড়ির সামনে বোমা নিক্ষেপ করা হয়। সে দফা বোমা হামলার ঘটনাটিকে রাজনৈতিক বলে কেউ কেউ মন্তব্য করলেও এর তিন সপ্তাহের মাথায় গতরাতে বাড়ির মধ্যে বোমা নিক্ষেপ পরিবারের সদস্যদের শঙ্কিত করে তুলেছে। খবর পেয়ে গতরাতেই সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করেছে।

বিমল বিশ্বাস বলেছেন, আমাদের তেমন শত্রু নেই। বুঝতে পারছি না, কে বা কারা কেন আমাদের ওপর এভাবে অত্যাচার করছে। আমরা সংখ্যালঘু বলেই কি এভাবে হামলা চালিয়ে ভিটে ছাড়া করার চক্রান্ত করা হচ্ছে? এসব প্রশ্নের জবাব পুলিশকেই খুজতে হবে বলে মন্তব্য করেন তিনি।