দামুড়হুদা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

রাজাকারদের প্রতি ঘৃণা প্রদর্শনের জন্য স্থাপ করা হবে ঘৃণা স্তম্ভ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদার মতো দেশের প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন যেমন নির্মাণ করা হবে। তেমনি রাজাকারদের প্রতি ঘৃণা প্রদর্শনের জন্য স্থাপন করা করা হবে ঘৃণা স্তম্ভ, যেখানে বাঙালিরা জুতো নিক্ষেপসহ বিভিন্নভাবে রাজাকারদের প্রতি ঘৃণা প্রদর্শন করতে পারবেন।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টায় দামুড়হুদা উপজেলার কার্পাডাঙ্গায় নির্মাণাধীন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে উপস্থিত মুক্তিযোদ্ধা ও জনতার উদ্দেশে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ভারত সহায়তা না করলে ৯ মাস না, ৯ বছরেও বাংলাদেশ স্বাধীন হতো না। জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইনসহ প্রকল্প কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সাথে ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় ৩ তলা এ ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৫ লাখ টাকা যার নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে চলতি বছরের অক্টোবর মাসে। দুপুরে  চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় সরকারের ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান প্রকল্পের আওতায় নির্মিত বাড়ির চাবি মুক্তিযোদ্ধা কালু শেখের হাতে তুলে দেন মন্ত্রী। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক তার বক্তৃতায় জানান, সারাদেশে ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণের কাজ চলছে। পর্যায়ক্রমে তা হস্তান্তর করা হবে। এ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার পাঁচজন মুক্তিযোদ্ধার জন্য একই ধরনের বাড়ি নির্মাণ করা হচ্ছে। দামুড়হুদার কার্পাসডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মতবিনিময়সভায় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, রাজাকারদের জন্য স্থাপিত হবে ঘৃণা স্তম্ভ।

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার মতো দেশের প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন যেমন নির্মাণ করা হবে। তেমনি রাজাকারদের প্রতি ঘৃণা প্রদর্শনের জন্য স্থাপন করা করা হবে ঘৃণাস্তম্ভ। যেখানে বাঙালিরা জুতা নিক্ষেপসহ বিভিন্নভাবে তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করতে পারবেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টায় দামুড়হুদা উপজেলার কার্পাডাঙ্গায় নির্মাণাধীন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কাজের অগ্রগতি দেখার পর উপস্থিত মুক্তিযোদ্ধা ও জনতার উদ্দেশে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক একথা বলেন। মুক্তিযোদ্ধা বিষয়ক যুগ্মসচিব আবুল কাশেম তালুকদার, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন ও অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার রশিদুল হাসান, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল আলম ঝন্টুসহ প্রকল্প কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সাথে ছিলেন।

Leave a comment