দামুড়হুদায় বৈধ মুক্তিযোদ্ধাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ : ৪ জুন নির্বাচন

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন-২০১৪ উপলক্ষে উপজেলার বৈধ মুক্তিযোদ্ধাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন রেজিস্ট্রেশন অফিসার এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যুগ্মসচিব প্রধান সমন্বয়কারী মো. আকরাম হোসেনের আদেশক্রমে দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের লক্ষ্যে গত ৭ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ এপ্রিল সম্পূরক ভোটার তালিকার খসড়ার ওপর দাবি, আপত্তি ও সংশোধনীর নিষ্পত্তি করা হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩০ এপ্রিল মনোনয়নপত্র দাখিল, ৪ মে মনোনয়নপত্র বাছাই, ১১ মে মনোনয়নপত্র প্রত্যাহার, ১২ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৪ মে প্রতীক বরাদ্দ এবং ৪ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী অফিসারের নাজির হামিদুল ইসলাম জানান, উপজেলায় মোট ২৭৪ জনের মধ্যে মৃত্যুজনিত কারণে ৩ জনকে বাদ দেয়া হয়েছে। বর্তমানে মোট ২৭১ জন বৈধ মুক্তিযোদ্ধা এ নির্বাচনে অংশ নেবেন।