জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি টগর

 

তারেক জিয়া পাকিস্তানের মুখপাত্র হিসেবে কাজ করছে

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, জীবননগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকিকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা মীর মাহতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলী আজগার টগর বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্দেশে মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন উৎসর্গ করে এদেশকে স্বাধীন করেছে। তারা রক্তের বিনিময়ে এনে দিয়েছে একটি স্বাধীন পাতাকা এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থান করে দিয়েছে। মুক্তিযোদ্ধারা এদেশের গর্ভ। তিনি আরো বলেন, ১৯৭১ সালে ইয়াহিয়া খাঁন, ভুট্টো যেভাবে বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং স্বাধীনতাবিরোধী কথা বলতো। বর্তমানে তারেক জিয়া ঠিক একইভাবে তাদের সুরে সুর মিলিয়ে বাংলাদেশের ইতিহাস নিয়ে মিথ্যাচার করছে। ১৯৭১ সালে তারেকের বয়স ছিলো মাত্র ৪ বছর। মুক্তিযুদ্ধ সম্পর্কে তার কোনো ধারণাই নেই। অথচ নির্বোধ ও মূর্খ তারেক লন্ডনে বসে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে এবং বর্তমানে তারেক জিয়া পাকিস্তানের মুখপাত্র হিসেবে কাজ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জীবননগর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, নিজামউদ্দীন ও সামসুল আলম সাত্তার। উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর ডিগ্রি কলেজের উপধ্যক্ষ মুন্সী নজরুল ইসলাম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম ইকবাল হোসেন, রায়পুর ইউপি চেয়ারম্যান মো. তাহাজ্জত হোসেন, প্রভাষক মুন্সী নাসির উদ্দীন, মুক্তিযোদ্ধা মো. আসরাফ আলী, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খাঁন প্রমুখ।