চোখ বাঁধা অবস্থায় দীর্ঘপথ পাড়ি : ২০ দিন পর অপহরণকারীদের বন্দীশালা থেকে মুক্তিপণ দিয়েই মিললো হাসিবুলের মুক্তি

সরোজগঞ্জ প্রতিনিধি: অপহরণকারীদের বন্দীশিবির থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন বোয়ালিয়া গ্রামের বিএনপি নেতা হাসিবুল ইসলাম। তিনি গতকাল শুক্রবার ভোরের দিকে তার নিজ বাড়ি বোয়ালিয়া  গ্রামে ফিরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে আলমডাঙ্গার জামজামির যমুনার মাঠের মধ্যে চোখ বাঁধা অবস্থায় বসিয়ে রেখে অপহরণকারীরা তার বাড়িতে মোবাইলফোনের মাধ্যমে খবর দেয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর  হাসপাতালে ভর্তি করেছে। মোটা অঙ্কের মুক্তিপণ পরিশোধ করেই তাকে মুক্ত করা হয়েছে, এলাকায় এ গুঞ্জন থাকলেও পরিবারের সদস্যরা তা স্বীকার করেনি।

‌                চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মোবারক মণ্ডলের ছেলে হাসিবুল ইসলাম (৩০) গত ২১ মার্চ রাতে মোটরসাইকেলযোগে ঝিনাইদহের কালীগঞ্জে আলু বিক্রি করে  নিজ গ্রামের ফেরার পথে গ্রামের পূজামণ্ডপের নিকট থেকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেঁধে দীর্ঘপথ পায়ে হাঁটিয়ে অজ্ঞাত মাঠে নেয়া হয়, মাঝে মাঝে স্থান পরিবর্তন করানো হতো বলে তিনি বাড়ি ফিরে জানিয়েছেন। অনিশ্চয়তার মধ্যে পড়ে তার পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েন। একাধিক সূত্র বলেছেন তাকে মুক্ত করার জন্য মোবাইলফোনের মাধ্যমে অপহরণকারীদের সাথে যোগাযোগ করা হয়। সেই মোবাইলফোনের মাধ্যমেই তাদের মুক্তিপণও দেয়া হয়েছে।

এলাকা সূত্রে জানা গেছে, গতকাল রাতে মুক্তিপণের টাকা পরিশোধ করা হয়, তার দীর্ঘ সময় পর পরিবারের সদস্য নিকট মোবাইলফোনে জানানো হয়, আলডাঙ্গার জামজামি যমুনার মাঠের নিকট তাকে রেখে দেয়া হয়েছে। পরিবারের সদস্যরা সেখান থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। তিনি শারীরিকভাবে অসুস্থ তাকে দীর্ঘপথ চোখ বেঁধে পায়ে হাঁটিয়ে নেয়ার কারণে, দীর্ঘ সময় বেঁধে রাখায় অসুস্থ হয়ে পড়েছেন।

Leave a comment