মেহেরপুর অফিস: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দ্বীনদত্ত ব্রিজের কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত স্বার্থক মণ্ডলকে (৬৫) ঢাকা নেয়ার পথে মারা গেছেন। ওই দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছে। এছাড়া সদর উপজেলার বর্শিবাড়িয়া নামক স্থানে শ্যালোইঞ্জিনচালিত দুটি আলগামনের মুখোমুখি সংঘর্ষে শিশু ও মহিলাসহ ৪ জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে ওই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার সকাল ৭টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হাটপাড়ার স্বার্থক মণ্ডল মোটরসাইকেলযোগে নিজের জমিতে যাওয়ার পথে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে দ্বীনদত্ত ব্রিজের কাছে পৌঁছুলে বিপরীতগামী অপর একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বার্থক মণ্ডল এবং অপর মোটরসাইকেলের যাত্রী আমঝুপি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে টিপু (৩০) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে ফিরোজ (৩৬) আহত হন। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে স্বার্থক মণ্ডলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্বার্থক মণ্ডলকে ঢাকা নেয়ার পথে মানিকগঞ্জের কাছে পৌঁছুলে বিকেল ৩টার দিকে তিনি মারা যান।
একই দিন সকাল ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদি থেকে একটি যাত্রীবোঝাই আলগামন গাংনীর উদ্দেশে যাচ্ছিলো। যানটি সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বর্শিবাড়িয়া গ্রামের কবরস্থানের কাছে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা অপর একটি আলগামনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের দীঘলকান্দী গ্রামের ৩য় শ্রেণির ছাত্র সজীব (৯), আকলিমা খাতুন (৩৫), হাশেম আলী (৪৫) ও সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সিংহাটি গ্রামের রমেনা খাতুন (৪৮) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।