দৌলতপুরে শিলা বৃষ্টিতে ফসলের ক্ষতি

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা ৭টি ইউনিয়নে হঠাৎ শিলাবৃষ্টিতে পাট, তামাক, কলা, পেঁপে, মরিচ, ভুট্টাক্ষেত ও পানবরজ লভণ্ড করে দিয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মরিচা, ফিলিপনগর, মথুরাপুর, হোগলবাড়িয়া, দৌলতপুর, রিফাইতপুর ও আড়িয়া ইউনিয়নে শিলা বৃষ্টিতে পাট, তামাক, কলা, পেঁপে ও মরিচ, ভুট্টাক্ষেত ও পানবরজ লণ্ডভণ্ড করে দিয়েছে। এছাড়া এ অঞ্চলে আমের মুকুল সম্পূর্ণরূপে ঝরে গেছে। তারাগুনিয়া মণ্ডলপাড়া গ্রামের কৃষক হাবিব জানান, মাত্র ২৫ মিনিটের শিলাবৃষ্টিতে তার ৪ বিঘা জমির কলাবাগান ও ৩ বিঘা জমির পেঁপেক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এছাড়া শিলাবৃষ্টিতে শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।