চেয়ারম্যান হেলাল ভাইস চেয়ারম্যান অরুন মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা জয়ী

 

বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থদের ভোট বর্জন : আলমডাঙ্গায় আওয়ামী লীগ দলীয় পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ জয়


আলমডাঙ্গা ব্যুরো: বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীদের ভোট বর্জনের মধ্যদিয়ে গতকাল সোমবার জেলার সর্ববৃহত আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বাধিক সংখ্যক ভোট পেয়ে চেয়ারম্যানসহ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ প্যানেল জয় লাভ করেছে।

আনারস প্রতীকে সর্বাধিক ১ লাখ ৪২ হাজার ৪৫১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হেলাল উদ্দীন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী শহিদুল কাউনাইন টিলু দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭৫ ভোট। এছাড়া জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নূর মোহাম্মদ টিপু কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৬২ ভোট ও বিএনপির অপরাংশ সমর্থিত প্রার্থী সানোয়ার হোসেন লাড্ডু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮শ ১ ভোট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী খালেদুর রহমান অরুণ মাইক প্রতীকে সর্বাধিক ১ লাখ ১৭ হাজার ৪৩০ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত আহমেদ জালাল তালা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯৩২ ভোট। বিএনপির অপরাংশ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকে মিজানুর রহমান মধু পেয়েছেন ২৪ হাজার ৬৪১ ভোট। এছাড়া বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ডাবু বৈদ্যুতিক বাল্ব প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫শ ৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মহাবুব হোসেন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৯১৫ ভোট, অপর স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস ৩ হাজার ৭৮২ ভোট, জাহাঙ্গীর আলম টিয়া পাখি প্রতীকে ১শ ২০ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে সর্বাধিক ১ লাখ ৩২ হাজার ১১৩ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম আরা জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী হাফিজা খাতুন ফুটবল প্রতীকে ২৮ হাজার ৯২৩ ভোট পেয়েছেন, বিএনপি সমর্থিত পারুলা খাতুন রাবেয়া হাঁস প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৭৪৫ ভোট, বিএনপির অপরাংশ সমর্থিত প্রার্থী পাপিয়া ইসলাম কলস প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৭৩৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী সামসাদ রানু বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২শ ২ ভোট।  উপজেলায় মোট ভোটসংখ্যা ২ লাখ ৪০ হাজার ২৬৩টি। পোলকৃত ভোটসংখ্যার শতকরা হার ৮০ ভাগ। গতকাল দুপুরের আগেই সাংবাদিক সম্মেলন করে ভোটবর্জন করেন বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা।