চেয়ারম্যান আশাদুল ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর পুনর্নির্বাচিত : ভাইস চেয়ারম্যান পদে হযরত জয়ী

 

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচন : কেন্দ্র দখল কারচুপির অভিযোগ তুলে বিএনপি সমর্থিত প্রতিদ্বন্দ্বীদের ভোট বর্জন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আসাদুল হক বিশ্বাস পুনর্নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে একই দল সমর্থিত আজিজুল হক হযরত এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দল সমর্থিত কোহিনুর বেগম পুনর্নির্বাচিত হয়েছেন। এদের প্রাপ্তভোট প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের তুলনায় কয়েক গুণ বেশি।

চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ, ৪০ হাজার ৫৩০ ভোট। বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচনে কেন্দ্র দখল, ভোটের পূর্বরাতেই ভোট কেটে ব্যালট বাক্সে ভোরে রাখা, পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেয়ার অভিযোগ তুলে নির্বাচন চলাকালে ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি চিংড়ি মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৩ ভোট। অপর প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থেকে পূর্বেই সরে দাড়ানোর ঘোষণা দেন এম জেনারেল ইসলাম, এমএম শাহজাহান মুকুল, মোমুন অর রশীদ আঙ্গুর, মাহমুদুল হক পল্টু ও শরিফ উর জামান সিজার। প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না দাঁড়ালেও নির্বাচনের দিন বিকেলে ভোট বর্জনের ঘোষণা দেয়া প্রার্থী বিএনপির আবু বক্কর সিদ্দিক বকুল মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪শ ৫ ভোট। শরিফ উর জামান সিজার কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ ভোট, এমএম শাহজাহান মুকুল দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ ভোট, এম জেনারেল ইসলাম টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ ভোট, মামুন অর রশীদ আঙ্গুর পেয়েছেন ৩শ ৬৯ ভোট, মাহমুদুল হক পল্টু পেয়েছেন ২৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজিজুল হক হযরত পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ১৪২ ভোট। জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আব্দুর রউফ টিউবওয়েল প্রতীক নিয়ে ১৯ হাজার ৮শ ৪৫ ভোট, বিএনপি সমর্থিত সাইফুর রশীদ চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪শ ৭৫ ভোট, বিএনপির অপরজন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানো মফিজুর রহমান মনা তালা প্রতীক নিয়ে ২৫৪ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম ফুটবল প্রতীক নিয়ে ১ রাখ ৩২ হাজার ৮৭৬ ভোট, বিএনপি সমর্থিত জাহানারা পারভীন হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ১‌শ ভোট। অপর প্রার্থী মমতাজ বেগম কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩শ ৭৫ ভোট।

চেয়ারম্যান পদে মোট ভোট পোল হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৯শ ২৩ ভোট। বাতিল হয়েছে ৩ হাজার ৫শ ৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পোল হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬শ ৫৯ ভোট। বাতিল হয়েছে ৫ হাজার ৮শ ৪৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পোল হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৩শ ২৮ ভোট। এর মধ্যে বাতিল হয়েছে ৫ হাজার ৯শ ৭৭ ভোট।