মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের একটি থানায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তালেবানদের হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হন। পরে পুলিশ তালেবানের সাত আত্মঘাতী হামলাকারীকে হত্যা করে। আগামী ৫ এপ্রিল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। তালেবান জঙ্গিরা নির্বাচন ব্যাহত করার ঘোষণা দেয়ার পরই এ ধরনের জঙ্গী হামলার খবর পাওয়া যাচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ আইয়ুব সালাঙ্গি সাংবাদিকদের জানান, হামলায় জেলা পুলিশের প্রধানসহ ১০ পুলিশ সদস্য নিহত ও অপর ১৪ জন আহত হয়েছেন। পরে পুলিশের সাথে জঙ্গিদের বন্দুকযুদ্ধ শুরু হলে একজন সাধারণ নাগরিক ও সাত জঙ্গি নিহত হয়।