চুয়াডাঙ্গায় জীবননগর শ্রমিক ইউনিয়ন নেতা ঝড়ু প্রহৃত : জীবননগর শ্রমিকদের যানবাহন অবরোধ

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা পুলিশ লাইনের নিকট জীবননগর মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম ঝড়ুর ওপর হামলা করা হয়েছে। গতকাল বুধবার সকালে শ্রমিক নেতা ঝড়ু তার অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য থ্রি হুইলারযোগে চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়ার পথে চুয়াডাঙ্গার পুলিশ লাইনের সম্মুখে এ হামলার ঘটনা ঘটে। চুয়াডাঙ্গায় থ্রি হুইলারের প্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা বাস মিনিবাস মালিক সমিতি কর্তৃক নিয়োজিত লাঠিয়ালবাহিনী কর্তৃক তিনি প্রহৃত হন। পরে বাস মিনিবাস মালিক সমিতি নেতৃবৃন্দ এ বিষয়ে দুঃখ প্রকাশ করলে ঘটনার অবসান ঘটে এবং যানবাহন চরাচল স্বাভাবিক হয়।

ঘটনার বিবরণে জানা যায়, জীবননগর মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি উপজেলার বকুণ্ডিয়া গ্রামের আবুল কাশেম ঝড়ু তার অসুস্থ স্ত্রীর চিকিৎসার উদ্দেশে একটি থ্রি হুইলারযোগে চুয়াডাঙ্গায় আসছিলেন। তাদের থ্রি হুইলারটি চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সম্মুখে পৌঁছুলে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি কর্তৃক চুয়াডাঙ্গা শহরে থ্রি হুইলার বাধাদানে নিয়োজিত লাঠিয়ালবাহিনী তার ওপর এ হামলার ঘটনা ঘটায়। মারাত্মক আহত শ্রমিকনেতাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় জীবননগর মোটরশ্রমিক ইউনিয়নের বিক্ষুব্ধ সদস্যরা তাৎক্ষণিকভাবে জীবননগর-চুয়াডাঙ্গা ও জীবননগর-কালীগঞ্জ ভায়া যশোরসহ ঢাকাগামী রুটে চলাচলকৃত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। আকস্মিক এ ঘটনায় শ শ যাত্রী বিড়ম্বনায় পড়ে। বিকেলে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হলে বিক্ষুব্ধ মোটরশ্রমিকরা শান্ত হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।