স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বোমা হামলা মামলায় অভিযুক্ত আসামীকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। ইন্টারপোল ও এফবিআইয়ের সাহায্যে সৈয়দ নাজমুল ওরফে মাকসুদুল হক মুরাদ (৪০) নামের এ আসামীকে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে তাকে ঢাকায় আনা হয়। ১৯৮৯ সালে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ হাসিনার ওপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। বিমানবন্দর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, মুরাদ ১৯৯৫ সালে দেশ ত্যাগ করেন। তার বাবার নাম মৃত তোফাজ্জল হোসেন।
১৯৮৯ সালের ১১ আগস্ট ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে হামলার ঘটনা ঘটে। কর্নেল ফারুকের সাথে এ মামলার আসামি মুরাদ। ১৯৯৬ সালের ৩ অক্টোবর মুরাদ যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। ফ্রিডম পার্টির কর্মী হিসেবে সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন তিনি। ২০১১ সালে বাংলাদেশের অনুরোধে ইন্টারপোল তার নামে রেড নোটিশ জারি করে। ২০১২ সালের ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিস মুরাদকে গ্রেফতার করে। এরপর বাংলাদেশের অনুরোধে তাকে ফেরত পাঠানো হয়। মুরাদ একটি হত্যাসহ তিনটি মামলার অভিযোগযুক্ত আসামি।