মালয়েশিয়ান বিমানটিকে মালদ্বীপের আকাশে দেখা গেছে!

 

মাথাভাঙ্গা মনিটর: ৮ মার্চ স্থানীয় সময় ভোর সোয়া ৬টার দিকে একটি বিমান খুব নিচু দিয়ে উড়ে যেতে দেখা গেছে। এটা নিখোঁজ মালয়েশীয় বিমান হতে পারে বলে মনে করা হচ্ছে। মালদ্বীপের অন্তর্গত দূরবর্তী কুদা হুবাধু দ্বীপের কিছু লোক একথা বলছেন। মালদ্বীপের সংবাদভিত্তিক ওয়েবসাইট হাভিরু অনলাইনে গত মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল বুধবার ইন্ডিয়ার একটি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। বলা হয়, মালদ্বীপের দূরবর্তী কুদা হুবাধু দ্বীপের কিছু লোক দাবি করেছেন, ৮ মার্চ স্থানীয় সময় ভোর ৬টা ১৫ মিনেটে ভূ-পৃষ্ঠের কাছাকাছি থেকে বড় আকারের একটি উড়োজাহাজ উড়ে যেতে দেখেছেন তারা। উড়োজাহাজটির রং ছিলো শাদা। আর গায়ে লাল ডোরা, যা দেখতে মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমানের মতো।