মেহেরপুর ১ম বিভাগ হ্যান্ডবলে বামনপাড়া ও প্রগতি পরিমেল জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় বটতলা একাদশ ও মেহেরপুর প্রগতি পরিমেল নিজনিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বামনপাড়া বটতলা একাদশ মেহেরপুর ব্রাদার্স ইউনিয়ন এবং মেহেরপুর প্রগতি পরিমেল মেহেরপুর ভেনাস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

দিনের প্রথম খেলায় বামনপাড়া বটতলা একাদশ ১০-০ গোলে মেহেরপুর ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। বামনপাড়া বটতলা একাদশের সজীব ৪টি, ফারুক ৩টি এবং বিদ্যুৎ, সোহাগ ও জাহিদ ১টি গোল করে। দিনের অপর খেলায় প্রগতি পরিমেল ৫-০ গোলে ভেনাস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। প্রগতি পরিমেলের পক্ষে সবুজ ২টি, তামিম, রবিউল ও তারিকুল একটি করে গোল করেন।