মেহেরপুরের হিজুলী থেকে জামায়াত সমর্থক আব্দুল্লাহ আটক

 

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের আব্দুল্লাহ মণ্ডল (৪৭) নামের এক জামায়াত সমর্থককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে তার বাড়ির সামনে থেকে সদর থানা পুলিশের একটি দল আটক করে থানায় নেয়।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান জানিয়েছেন, হরতাল-অবরোধের সময় রাজনগর এলাকার সরকারি গাছ কাটার ঘটনায় পুলিশের দায়ের করা একটি মামলায় তিনি এজাহার নামীয় আসামি। আজ সোমাবার তাকে ওই মামলায় মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।