গাংনীর নসিমন যাত্রী কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত : আহত ৫

 

গাংনী প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাতলামারী নামক স্থানে আলগামনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সালেহার খাতুন (৫০) নামের নসিমন যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল রোববার সকাল ৭টার দিকে গাংনীর তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে নাটোর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালেহার খাতুন গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত হানিফ উদ্দীনের স্ত্রী।

স্থানীয়সূত্রে জানা গেছে, গাংনীর তেঁতুলবাড়িয়া সালেহার খাতুন ও তার পরিবারের লোকজন শ্যালোইঞ্জিন চালিত যান আলগামনযোগে নাটোরের বনপাড়ায় মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের কাতলামারী বাজারের গতিরোধক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সালেহার খাতুন মারা যান। গুরুতর আহত অবস্থায় সালেহার ছেলে আব্দুল হাকিম (২৬) ও তার স্ত্রী মমতাজ বেগম (২৩), অপর ছেলে মোমিন হোসেন (২২) এবং তার স্ত্রী সোনিয়া খাতুন (২০) ও সালেহার বোন জেলেহার খাতুনকে (৪৭) স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস জানিয়েছেন, সালেহার লাশ নিজ গ্রামে দাফন করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।