মেহেরপুর সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি বহিষ্কার

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বদলিকৃত সভাপতি মো. নকিমউদ্দিনকে কার্যনির্বাহী কমিটির সভায় বহিষ্কার করা হয়েছে। দায়িত্বকালীন সময়ে আর্থিক অনিয়ম, কর্মচারীদের সাথে অসৎ আচরণ, অশ্রাব্য ভাষায় কথা বলা। সমন্বয় পরিষদের কার্যনির্বাহী কমিটির মিটিং ও রেজুলেশন ব্যতিরেকেই ব্যাসস্ট্যান্ড সংলগ্ন কর্মচারীদের নিজস্ব কার্যালয়ের ২টি দোকান বরাদ্দ দেয়া এবং খেয়ালখুশি মত পরিষদে তালা ঝুলানো ইত্যাদি অভিযোগ এনে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩(চা) ধারা মোতাবেক কর্মচারী সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের জরুরি সভায় ওই সিদ্ধাস্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি বাহারুল ইসলাম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইউনুছ আলী, সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্মসম্পাদক আবুল কাশেম প্রমুখ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মচারী সমন্বয় পরিষদের সহসাংগঠনিক সচিব নাজমুল হক লিটনসহ সমন্বয় পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।