বিদ্যুত স্পৃষ্ট হয়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

 

আলমডাঙ্গার নওলামারীতে বেডসুইচে কামড় দিয়ে বিপত্তি

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার নওলামারী গ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ৬ বছরের এক অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাশের বাড়ির বেড সুইচের বৈদ্যুতিক তারে কৌতূহলবশত কামড় দিলে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু ঘটে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের নওলামারী গ্রামের রাজিবুলের শিশুপুত্র আল আমিন (৬)। সে প্রতিবেশী কামাল হোসেনের নির্মাণাধীন বাড়িতে যায় গতকাল রোববার। সকাল সাড়ে ৯টার দিকে অবুঝ আল আমিন ঘরের বেডসুইচের বৈদ্যুতিক তারে কৌতূহলবশত কামড় দেয়। এ সময় বৈদ্যুতিকশকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘ সময় আল আমিনকে না পেয়ে বাড়ির সকলে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে কামালের নির্মাণাধীন ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল বাদ মাগরিব জানাজা শেষে তার লাশ গ্রামের গোরস্তানে দাফন করা হয়।