উত্তরাঞ্চলে গ্যাস দেয়ার প্রতিশ্রুতি দিলেন জয়

 

 

 

স্টাফ রিপোর্টার: রংপুরসহ দেশের উত্তরবঙ্গে গ্যাস পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিলেন সজীব ওয়াজেদ জয়। জয় বলেন, উত্তরবঙ্গকে আমি পিছিয়ে যেতে দেব না। অচিরেই রংপুরসহ উত্তরবঙ্গে গ্যাস পৌঁছে দেয়া হবে। গতকাল রোববার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে স্থানীয় জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন। জয় বলেন, আমি উত্তরবঙ্গে শিল্প-কল-কারখানার প্রসার ঘটাতে চাই। এ এলাকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ স্থানীয় সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী সংসদ সদস্য টিপু মুন্সিও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জয় বলেন, আমরা সুষ্ঠু উপজেলা নির্বাচন উপহার দিয়েছি। অথচ খালেদা জিয়া এই উপজেলাকে বাতিল করেছিলেন। এখন তিনি উপজেলা নিয়ে বড় বড় কথা বলেন। জয় বলেন, আমি ওয়াদা দিয়েছিলাম গ্রামের মানুষকে কম্পিউটার  ইন্টারনেট ব্যবহার করতে টাকা দিতে হবে না। সেটি বাস্তবায়ন করেছি। তিনি বলেন, আমি ওয়াদা দিয়েছিলাম রংপুরে সিটি কপোরেশন, বিশ্ববিদ্যালয় স্থাপন করবো। সেটা করেছি। আগামীতে গ্যাসও এনে দেবো। দুপুরে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে রংপুর সার্কিট হাউসে উপস্থিত হন জয়। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ও বর্তমান সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ। জনসভা শেষে জয় তার গ্রামের বাড়ি পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর গ্রামে যান। সেখানে বাবা ড. এম এ ওয়াজেদ মিয়াসহ দাদা-দাদী ও পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করেন। পীরগঞ্জে জয়সদনে রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন। সোমবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন জয়।