সরোজগঞ্জ বাজারে শাহজাহান মুকুলের গণসংযোগ

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী এমএম শাহজাহান মুকুল গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদরের  সরোজগঞ্জবাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি সরোজগঞ্জ বাজারের বিভিন্ন দোকান, আগত ভোটারদের সাথে কুশলাদি বিনিময়সহ দোয়াত-কলম মার্কায় ভোট ও সমর্থন কামনা করেন। এ সময় তার সাথে ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি আব্দুল খালেক, যুগ্মসম্পাদক আব্দুল হান্নান, ইকরামুল হক, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী সামদানী, সাংগঠনিক সম্পাদক লিটন শেখ ওরফে টিটন মেম্বার, জেলা ওলামাদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা জাসাজ সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, মুরাদ মেম্বার, থানা যুবদলের যুগ্মআহ্বায়ক আমিরুল ইসলাম লাল, রাজু, মকবুল, আবু সাঈদ, মানোয়ার, বিল্লাল, শাহিন, মিন্টু প্রমুখ।