জীবননগর হাসপাতাল সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান ভস্মীভূত

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা শহরের হাসপাতাল সড়কে টিঅ্যান্ডটি মোড়ে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৭টি দোকান ভস্মীভূত হয়েছে। গত শুক্রবার গভীররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই এসব দোকান আগুনের লেলিহান শিখায় পুঁড়ে ছাঁই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত রয়েল স্টোরের সত্ত্বাধিকারী আজিজুর রহমান জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে একটি পেট্রোলের দোকানে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে আলমগীর স্টোর, রয়েল স্টোর, খলিল ট্রেডার্স, সবুর টি স্টল, আমির স্টোর, শামিম ফার্নিচার ও আরিফ হোটেল ভস্মীভূত করে। অগ্নিকাণ্ডে এসব ক্ষুদ্র দোকানিরা পথে বসে পড়েছেন। তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৪ লাখ টাকা বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। দৌলতগঞ্জবাজার কমিটির আহ্বায়ক এমআর বাবু, সাংবাদিক সালাউদ্দীন কাজল ও সাব্বির আহমেদ প্রমুখ এ সময় তার সাথে ছিলেন। ইউএনও সাজেদুর রহমান অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকানিদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন। এছাড়াও জেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যও ক্ষতিগ্রস্ত দোকানিদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি প্রদান করেছেন বলে তিনি জানান।