কার্পাসডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিলাসহ ৪ জনকে পিটিয়ে জখম

 

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ মহিলাসহ ৪ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পীরপুরকুল্লা গ্রামের সিংহপাড়ার রুপচাঁনের ছেলে  আইসক্রিম বিক্রেতা সমশের (২৫) মাইকে ওয়াজ মাহফিল বাজিয়ে আইসক্রিম বিক্রি করছিলো। এ সময় এরশাদ বাগ বাড়ি থেকে বের হয়ে তাকে মারপিট শুরু করে। সমশের নিজেকে বাঁচাতে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গতকাল নামাজের পর একই স্থানে আইসক্রিম বিক্রি করছিলো। এ সময় এরশাদ বাগের দু ছেলে আসরাফ ও আতিক সমশেরকে রাস্তার ওপর ফেলে বেধড়ক মারপিট করে ও তার আইসক্রিমের বাক্স ভেঙে দেয়। তার এ অমানবিক মারপিট দেখে প্রতিবেশী আলী আকবার (৬৫) প্রতিবাদ করে। প্রতিবাদ করার কারণে  এরশাদ বাগের দু ছেলে আসরাফ ও আতিকসহ ৯/১০ জন মিলে আলী আকবারের বাড়িতে গিয়ে আলী আকবারসহ তার স্ত্রী আয়শা খাতুন (৫০) ও মেয়ে রাশিদাকে (৩০) পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় থানায় একটা পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।