মেহেরপুর অফিস: মেহেরপুরে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত ও অপর এক শিশু আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ও বিকেলে দুর্ঘটনা দুটি ঘটে।
জানা গেছে, ঘটনার দিন সকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর গ্রামের ওমর আলীর ছেলে বদরুল অন্যান্যের সাথে আলগামন চড়ে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে কাজ করতে যাওয়ার পথে একটি ট্রাক্টরের ধাক্কায় বদরুল ছিটকে পড়ে। এতে সে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়ায় সদর হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে বদরুল মারা যায়।
এদিকে বিকেল ৪টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগর গ্রামের মনিরুল ইসলামের শিশুপুত্র সাগর মেহেরপুর-মুজিবনগর সড়কের পাশে খেলা করার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সে মারাত্মক আহত হয়। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।