চুয়াডাঙ্গায় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি আলোচনাসভা ও শিক্ষা উপকরণ মেলা

 

স্টাফ রির্পোটার: ‘শিক্ষাই জীবনের মূল, ঝরেপড়া বিরাট ভুল’ এ স্লোগানে  র‌্যালি, আলোচনাসভা ও শিক্ষা উপকরণ মেলা আয়োজন করেছে চুয়াডাঙ্গা প্রাথমিক শিক্ষা বিভাগ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে বাদ্যযন্ত্র ও প্লেকার্ড সহকারে  একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলা শিক্ষা অফিস। র‌্যালিতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকতা আবুল আমিন। র‌্যালিটি  হাসপাতাল সড়ক হয়ে কলেজ সড়ক ঘুরে রিজিয়া খাতুন প্রভাতী  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয়  শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। উপজেলা শিক্ষা অফিসার মির্জ্জা গোলাম মহাম্মদ বেগের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসএম জয়নুল ইসলাম, এসানুল হক হাবিব, শামীম আহম্মেদ ও ইউআরসি ইন্সট্রাক্টর বিল্লাল গণি, শিক্ষক প্রতিনিধি কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকলাস হোসেন মন্টু, ওল্ড জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ জেবীন। সভায় বক্তরা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এ সরকার শিক্ষা ও শিক্ষকের  মানোন্নয়নে নানাভাবে কাজ করে যাচ্ছে। তাই শিক্ষার গুণগত মানোন্নয়ন করতে হলে আপনাদের আরো বেশি মনযোগী হতে হবে। একই সাথে বক্তারা শ্রেণিকক্ষে পাঠদানে শিক্ষদের আরো বেশি যত্নবান হওয়ার আহ্বান জানান। পরে একই বিদ্যালয়ে তিন দিনব্যাপি শিক্ষা উপকরণ মেলার উদ্বোধন করা হয়। মেলায় প্রতিটি ক্লাস্টার থেকে একটি করে স্টল শিক্ষা সংক্রান্ত উপকরণ প্রদর্শনী করবে। এছাড়া প্রতিটি উপজেলা থেকে থাকছে একটি করে স্টল। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উম্মুক্ত রাখা হয়েছে। ১৩ মার্চ  পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে মেলার সমাপনী হবে।