দামুড়হুদা জুড়ানপুরে বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময়সভা অনুষ্ঠিত

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বাল্যবিয়ে, যৌন হয়রানি ও মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ সম্পর্কে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রামনগর জামে মসজিদের ঈমাম জাহাঙ্গীর হোসেন। বক্তব্য রাখেন দলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান সন্টু, দলিয়ারপুর পুলিশ ফাঁড়ির আইসি কামাল খাঁন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক, কলাবাড়ি রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল হক, ইউপি সদস্য নাজমীন, নিগার বানু, রেকসোনা, আনারুল ইসলাম, সাইদুর রহমান লিটন, খোকন আলী, হামিদুল ইসলাম, ইউনুছ আলী, রেজাউল হক, রুহুল আমীন, ফজলুর রহমান, মশিউর রহমান শামীম, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী সদস্য নাজিম উদ্দিন প্রমুখ। পরিচালনা করেন আনারুল ইসলাম। সভা শেষে দামুড়হুদার ১নং জুড়ানপুর ইউনিয়ন পরিষদের তথ্যকেন্দ্র পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক খতিয়ে দেখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান।