গাংনী প্রতিনিধি: ২০ গ্রাম হেরোইনসহ মাদকব্যবসায়ী হাফিজুল ইসলামকে (২৭) আটক করেছে র্যাব। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। হাফিজুল ইসলাম ছাতিয়ান গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
র্যাব-৬ গাংনী ক্যাম্পসূত্রে জানা গেছে, বামন্দী বাজারের রানা সিনেমা হলের সামনে হেরোইন কেনাবেচার সময় ২০ গ্রাম হেরোইনসহ হাফিজুলকে আটক করা হয়। উদ্ধার হওয়ার হেরোইনের মূল্য লক্ষাধিক টাকা। অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশরাফ উদ্দীন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক হাফিকুলকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাবসূত্রে জানা গেছে।