মেহেরপুর অফিস: মেহেরপুর আমঝুপি হাটব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নজরুল ইসলাম সভাপতি ও আবু বকর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে আমঝুপি হাটে অনুষ্ঠিত কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন আমঝুপি ইউপির সাবেক চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, মতিউল আশরাফ, আকবর আলী, ফয়জুল কবির নজরুল ইসলাম, আবু বকর প্রমুখ। আমঝুপি হাটব্যবসায়ী সমিতির গঠিত ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে মারফত আলী সহসভাপতি, আব্দুস সামাদ সহসাধারণ সম্পাদক, ফয়েজউদ্দিন কোষাধ্যক্ষ, ইকবাল হোসেন প্রচার সম্পাদক এবং ইমরান হোসেন, গোলাম মোস্তফা, দানিকুল ইসলাম, মো. আরিফ ও জিয়ারুল ইসলাম সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বোরহানউদ্দিন চুন্নু, মতিউল আশরাফ, আকবর আলী ও ফয়জুল কবির।