আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামের এখলাসের দোকান থেকে নকল কীটনাশক উদ্ধার

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামের এখলাসের দোকান থেকে নকল কীটনাশক উদ্ধার করা হয়েছে। সিনজেনটা কোম্পানির ভিরতাকো ও থিওভিট নামক কীটনাশকের মোড়কের নকল কীটনাশক গতকাল তার দোকান থেকে উদ্ধার করা হয়।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামের শাহাজদ্দীনের ছেলে এখলাস দীর্ঘদিন ধরে সার-কীটনাশকের ব্যবসা করে আসছে। তার দোকান থেকে কীটনাশক কিনে এলাকার অনেক কৃষক প্রতারিত হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রতারিত কৃষকরা সিনজেনটা কোম্পানির মাঠকর্মীকে জানায়। সিনজেনটা কোম্পানির অনুমোদিত ডিলার না হয়েও কীভাবে তিনি সিনজেনটার পণ্য বিক্রি করছেন? এ ব্যাপারে খটকা লাগলে মাঠকমী এ ব্যাপারটি স্থানীয় অফিসারকে জানান। বিষয়টি জানতে পেরে সিনজেনটা কোম্পানির প্রতিনিধি আমিরুল ইসলাম গতকাল দুপুরে ঘটনাস্থলে যান। এ সময় এখলাসের দোকান থেকে ৩ প্যাকেট সিনজেনটা কোম্পানির নকল ভিরতাকো ও থিওভিট কীটনাশক উদ্ধার করেন। এ সময় এখলাসের ঘরে আরও ২ কার্টুন নকল কীটনাশক ছিলো বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে অবস্থা বেগতিক দেখে এখলাস আলীর স্ত্রী তালা লাগিয়ে অন্যত্র সটকে পড়েন। এ সময় প্রতারিত কয়েকজন কৃষক ছাড়াও গ্রামের অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় অনেকে প্রতারক এখলাসকে পুলিশের হাতে তুলে না দিতে অনুরোধ করেন। নকল কীটনাশক ভবিষ্যতে আর বিক্রি করবে না এমন লিখিত মুচলেকা দিয়ে এখলাস পার পান।